২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

গজারিয়ায় সমস্যা ও সম্ভাবনা শীর্ষক উম্মুক্ত আলোচনা সভা.

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.
মুন্সীগঞ্জের গজারিয়ায় আমার গ্রাম, আমার শহর, গ্রাম উন্নয়নে কাজ করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ স্লোগান কে সামনে রেখে ভবেরচর
ইউনিয়নের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে ভবেরচর বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অডিটোরিয়াম হল রুমে এ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক মুন্সীগঞ্জের কাগজের সম্পাদক মোহাম্মদ আরফিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম।

এসময় প্রধান অতিথির কাছে ভবেরচর ইউনিয়নের যাতায়াত ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরনের ইউনিয়নবাসী। ভবেরচর  ইউনিয়নের সকল সমস্যা গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রধান অতিথি আমিরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি,গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলী, ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন।

এসময় ভবেরচর ইউনিয়নের সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি আয়োজন করেন মুন্সীগঞ্জের কাগজ ও বিক্রমপুর মুন্সীগঞ্জের কাগজ ফাউন্ডেশন।

               

সর্বশেষ নিউজ