১৮, সেপ্টেম্বর, ২০২৪, বুধবার
     

ফতুল্লায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ক্রাইমভিশন ডেস্ক:

 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিম নগরে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া (১৩) এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ ঘটনায় অভিযুক্ত মাহিমকে (২২) মুসলিম নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে গ্রেপ্তার মাহিমকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মাহিম ফতুল্লা মডেল থানার মুসলিম নগরের হাসান মিয়ার ছেলে। ধর্ষণের শিকার ওই কিশোরীর ফুফাতো ভাই তিনি।

মামলায় উল্লেখ্য করা হয়, ওই কিশোরী মাদরাসায় পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করে। গ্রেপ্তারকৃত মাহিম ও বাদীর পরিবার পাশাপাশি বাড়িতে বসবাস করে। গত ৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বাদী তার মেয়েকে মাদরাসা থেকে নিজ বাসায় নিয়ে আসেন। ৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মাহিম বাদীর বাসায় গিয়ে ওই কিশোরীকে কথা আছে বলে নিজ বাসায় নিয়ে যান। এক পর্যায়ে তাকে নিজ রুমে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। ঘটনার একদিন পর ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে বাদীর কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ জানান, অভিযুক্ত মাহিমকে গ্রেপ্তার করে আদালতে ও কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

               

সর্বশেষ নিউজ