৮, সেপ্টেম্বর, ২০২৪, রোববার
     

শ্রীনগরে এক সন্তানের জননীর আত্মহত্যা

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
শ্রীনগরে সুরাইয়া আক্তার (২১) নামে এক পুত্র সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামে এই ঘটনা ঘটে। সুরাইয়া আক্তার ওই গ্রামের মো. শাহ আলমের কন্যা। সুরাইয়ার ২ বছরের এক পুত্র সন্তান রয়েছে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ বছর আগে রোমানিয়া প্রবাসী মো. জাহাঙ্গীরের সাথে সুরাইয়ার বিয়ে হয়। জাহাঙ্গীর ঢাকা কদমতলীর মোহাম্মদবাদ চৌরাস্তা এলাকার আজাদ গাজীর ছেলে। পারিবাকি কলহের জের ধরে সুরাইয়া তার বাবার বাড়ি গাদিঘাটে থাকতো। বৃহস্পতিবার সকালে হঠাৎ সুরাইয়া কাউকে কিছু না বলে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

               

সর্বশেষ নিউজ