১৬, সেপ্টেম্বর, ২০২৪, সোমবার
     

ডেমরায় অবৈধ পার্কিং ও যানবাহন স্ট্যান্ড উচ্ছেদ করতে ট্রাফিকের অভিযান

ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় অবৈধ পার্কিং ও যানবাহন স্ট্যান্ড উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে ডেমরা ট্রাফিক জোনের (স্টাফ কোয়ার্টার) ট্রাফিক পুলিশ। বুধবার দিনব্যাপী পর্যায়ক্রমে ডেমরা—রামপুরা ও ডেমরা—যাত্রাবাড়ী সড়কে সকল এ অবৈধ পার্কিং ও যানবাহন স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। এ সময় স্টাফ কোয়ার্টার ও কোনাপাড়া এলাকার অবৈধ সিএনজি, লেগুনা, অবৈধ অটোরিকশা, প্রাইভেটকার ও বাসসহ কয়েকটি যানবাহন স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। এদিন অবৈধ অর্ধ শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা ও রেকারিংয়ের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশ। ডেমরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) মোস্তাইন বিল্লাহ ফেরদৌসের নেতৃত্বে ও টিআই মো. জিয়া উদ্দিন খাঁনের সার্বিক তত্বাবধানে অত্র এলাকার সকল ট্রাফিক সার্জেন্ট ও ট্রাফিক সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালিত হয়।

ডেমরা ট্রাফিক জোনের টিআই মো. জিয়া উদ্দিন খাঁন বলেন, সড়কে শৃঙ্খলতা ফিরিয়ে আনতে আমরা পূর্বের ন্যায় আবারও অবৈধ যানবাহন স্ট্যান্ড ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছি যা অব্যাহত থাকবে।

               

সর্বশেষ নিউজ