৩০, অক্টোবর, ২০২৪, বুধবার
     

গজারিয়ায় নির্বাচনি গনসংযোগে কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুর রহমান জীবন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্বাচনি গনসংযোগ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুর রহমান জীবন। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড থেকে ভবেরচর বাজার পর্যন্ত গনসংযোগকালে আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুর রহমান জীবন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গনসংযোগকালে পথসভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নমূলক নানা চিত্র তুলে ধরেন যুবলীগ নেতা।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এসময় শত শত নেতাকর্মীরা জয় বংলা, জয় বঙ্গবন্ধু বলে শ্লোগান দেয়। এছাড়াও প্রতিদিন মুন্সীগঞ্জ ৩ আসনের (মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া)বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন।

               

সর্বশেষ নিউজ