১৮, সেপ্টেম্বর, ২০২৪, বুধবার
     

সিরাজদিখানে নির্বাহী কর্মকর্তার পুজা মন্ডপ পরিদর্শন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ।

শুক্রবার ২০ অক্টোবর উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার
শ্রী শ্রী লক্ষী কালী মন্দির,রশুনিয়া ইউনিয়নের
সন্তোষপাড়া সার্বজনী দুর্গা মন্দির সহ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।

এ-সময় নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ বলেন,উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ১৩ টি ইউনিয়নে ১২৬ টি পুজা মন্ডপে পুজা উদযাপন হচ্ছে।আমরা দুর্গাপুজার প্রস্তুতি সভায় প্রতিটা পুজা মন্ডপে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছি।পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। আসা করি কোন ধরনের সমস্যা হবে না। উৎসবমুখর পরিবেশেই পুজা উদযাপন হবে।

এ-সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মুস্তাফিজুর রহমান রিফাত,অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন,উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ,সহসভাপতি বাবু সংগ্রাম দাস,প্রচার সম্পাদক বিদুৎ কর,
বয়রাগাদী ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু প্রদীপ ভদ্র,রশুনিয়া ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান জয়ন্ত ঘোষ, ৮নং সন্তোষপাড়া সার্বজনী দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক ডা: দেব্রত ঘোষ সমির উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা লাল কামাল প্রমুখ।

উল্লেখ্য মুন্সীগঞ্জ জেলার ৩৫৫ টি পুজা মন্ডপের মধ্যে সর্বাচ্চ সিরাজদিখান উপজেলার ১৩ টি ইউনিয়নের ১২৬ টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হচ্ছে।

               

সর্বশেষ নিউজ