২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে গজারিয়ায় সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল.

জুয়েল দেওয়ান, গজারিয়া.
দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে, ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজ বাদে উপজেলা উলামায়ে কেরাম আইম্মায়ে মসজিদ ও সর্বস্তরে তৌহিদী জনতার আয়োজনে ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে হোসাইন আহমদ ইসহাকী এর সভাপতিত্বে ও মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন
ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন, মাওলানা আল আমিন সরকার প্রমুখ।

বক্তারা সকল মুসলমানকে দ্বীন ও ঈমানের স্বার্থে সবসময় ঐকব্যদ্ধ থাকার আহ্বান জানান। উক্ত সংহতি ও বিক্ষোভ মিছিলে হাজার হাজার তৌহিদী জনতা স্বত:স্ফূর্ত ও শান্তিপূর্ণ ভাবে অংশগ্রহন করে। এ সময় বিক্ষোভকারীরা ইসরাইল বিরোধী নানা স্লোগান দেন।

               

সর্বশেষ নিউজ