৮, সেপ্টেম্বর, ২০২৪, রোববার
     

সিরাজ‌দিখা‌নের বিভিন্ন পূজামন্ডপ পরির্দশন করলেন গোলাম সা‌রোয়ার কবীর

সিরাজ‌দিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
ধর্ম যার যার উৎসব সবার ধারনা‌কে সাম‌নে রে‌খে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজ‌দিখান উপ‌জেলার বিভিন্ন পূজামন্ডপ পরির্দশন করলেন ঢাকা মহানগর আওয়ামীলীগ (দঃ) এর সাংগাঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ -১ আস‌নের আওয়ামীলী‌গের ম‌নোনয় প্রত‌্যাশী গোলাম সা‌রোয়ার কবীর ।

২১ অ‌ক্টোবর শনিবার সকাল থে‌কে রাত পর্যন্ত সারা দিনব্যাপী উপ‌জেলার চিত্রকোট, শেখরনগর,রাজানগর,রশুনীয়া ইউ‌নিয়নসহ বিভিন্ন ইউ‌নিয়‌নের পূজামন্ডপ পরিদর্শন করেন।

সিরাজ‌দিখান উপ‌জেলা পরিষ‌দের ভাইস চেয়ারম‌্যান ও উপ‌জেলা যুবলী‌গের আহবায়ক মঈনুল হাসান না‌হিদ, চিত্রকোট ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান শামসুল হুদা বাবুল, শেখরনগর ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান দেবব্রত দাস টুটুল, রশু‌নিয়া ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান এড‌ভো‌কেট আবুসাইদ, চিত্রকোট ইউ‌নিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ই‌ঞ্জি‌নিয়ার ইয়াকুব খান, বি‌ভিন্ন ইউ‌নিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপ‌তি সাধারণ সম্পাদক সহ‌যোগী সংগঠ‌ণের নেতৃবৃন্দ ।

এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন সিরাজ‌দিখান প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হো‌সেন, সা‌বেক সভাপ‌তি ইম‌তিয়‌াজ উ‌দ্দিন বাবুল, ক‌বি ও সাংবা‌দিক সালাউ‌দ্দিন সালমান ।

পরির্দশন শেষে হিদু ধর্মীয় নেতাদের সাথে কুশল বিনিময় করেন এবং সরকা‌রের নি‌শ্চিদ্র নিরাপত্তার কথাও তো‌লে ধ‌রেন ।

               

সর্বশেষ নিউজ