৩০, অক্টোবর, ২০২৪, বুধবার
     

ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে মানববন্ধন

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
শ্রীনগরে ফিলিস্তিনে ইহুদীবাদী ইসরায়েলী আগ্রসনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কোলাপাড়া পশ্চিম পাড়া সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই এলাকার নুরুল কুরআন ইসলামি কিন্ডার গার্টেনের আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশ গ্রহনকারীরা ফিলিস্তিনে ইহুদীবাদী আগ্রাসনে অসংখ্য মুসলিম শিশু ও সাধারণ নাগরিক নিহত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

               

সর্বশেষ নিউজ