১৬, সেপ্টেম্বর, ২০২৪, সোমবার
     

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল নাম্বার ক্লোন করে অর্থ চাওয়ার অভিযোগ

সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারণার মাধ্যমে একাধিক ব্যক্তির কাছে আর্থিক সুবিধা চাওয়া অভিযোগ পাওয়া গেছে।

এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ অফিসিয়াল ফেসবুক আইডিতে পোষ্ট করে কোন ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য জণসাধারণকে সতর্ক করেছেন।

তিনি জনসাধারণকে উদ্দেশ্য করে ফেসবুক পোষ্টে প্রতারক চক্রের কোন সদস্য কারও সাথে যোগাযোগ করে আর্থিক সুবিধা চাওয়া হলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা সিরাজদিখান থানায় যোগাযোগ করে তথ্য প্রদানের জন্য অনুরোধ জানান।

এদিকে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত সহকারী পুলিশ সুপারের ফেসবুক আইডিতে এ সক্রান্তে পোষ্ট করে সতর্ক বার্তা দিয়েছেন।

               

সর্বশেষ নিউজ