১৬, সেপ্টেম্বর, ২০২৪, সোমবার
     

সিরাজদীখানে সিএজির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম বর্ষপূর্তি ও ৩ দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নাজমুল আলম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আঞ্জুমান আরা,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানি নাগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশন ফেরদৌস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম আক্তার, সিরাজদীখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নাজমুল আলম শাহীন বলেন,বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব ও লাখো শহীদের আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ১১ মে দেশের প্রথম কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল নিয়োগপ্রাপ্ত হয়ে শপথ নেয়। বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সকল দায়িত্ব যথাযথভাবে পালন করে বিনয়, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে জনগণকে সেবা প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। গুণগত মানসম্পন্ন হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন প্রণয়নের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা তথা সুশানের পথ সুগম করার জন্য বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ও তা বাস্তবায়নে সদা সচেষ্ট। তিনি আরো বলেন,প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গত ১২ থেকে ১৪ মে তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম করা হচ্ছে। বিশেষ সেবা কার্যক্রমের আওতায় দৈনন্দিন রুটিন সেবা ছাড়াও অডিট অধিদপ্তরসমূহে অডিট বিষয়ক সেবা এবং দেশব্যাপী সকল হিসাবরক্ষণ কার্যালয়ে বেতন-ভাতা, পেনশন, জিপিএফ-সহ অন্যান্য বিশেষ সেবা প্রদান করা হবে।

               

সর্বশেষ নিউজ