২৩, জুন, ২০২৪, রোববার
     

৫২ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক:
    এবার ৫২ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
    তৃতীয় দফার উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় দল থেকে এবার ৫২ জনকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই দফায় ১৭ জন চেয়ারম্যান প্রার্থী, ২৬ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৯ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতারা তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, প্রথম ধাপে ৮২ জন ও দ্বিতীয় ধাপে ৬৪ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

এর মধ্যে প্রথম ধাপের ভোটে বিএনপি থেকে বহিষ্কৃত সাতজন চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

২০১৪ সালের মতো এবারও দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট বর্জন করে বিএনপি। তবে দশম সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটে প্রার্থী ছিলো বেশি।

বিএনপির একজন কেন্দ্রীয় নেতা স্বতন্ত্র নির্বাচন করে জিতে এসেছেন, একজন ভাইস চেয়ারম্যান সরাসরি আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীকে জিতে এসেছেন। আরও বেশ কয়েকজন অন্য দলে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়েছেন।

জাতীয় নির্বাচনের মত উপজেলা নির্বাচনেও যাচ্ছে না বিএনপি। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে অন্তত দেড় বছর কোনো স্থানীয় নির্বাচনে অংশ নেয়নি দলটি।

               

সর্বশেষ নিউজ