সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানার পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুলাই ) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব ও সিরাজদিখান প্রেসক্লাব কর্তৃক এই সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীসমাজ তার দায়িত্ব পালনকালে বিভিন্ন মুহুর্তের স্মৃতিচারণ করেন।
বিশেষ করে সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানার মিস কেস ম্যাজিক ও মোবাইল কোট পরিচালনার ভূয়সী প্রশংসা করেন।
ইউএনও মো.সাব্বির আহমেদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উম্মে হাবিবা ফারজানা বিদায়ী সহকারী কমিশনার( ভূমি) সিরাজদিখান, বীর মুক্তিযোদ্ধা বৃন্দরা, প্রকৌশলী রেজাউল ইসলাম, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, মোঃ ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলার সরকারি কর্মচারীবৃন্দ।
তিনি দীর্ঘ ১ বছর ৮ মাস সিরাজদিখান উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।