১৬, সেপ্টেম্বর, ২০২৪, সোমবার
     

সিরাজদিখানে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুর্বৃত্তের গুলিতে নাসির শেখ (৪৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের মালামত এলাকায় এই ঘটনা ঘটে। সে মালামত গ্রামের আব্দুস সামাদের ছেলে ও মালখানগর ইউনিয়ন যুবলীগের সদস্য।

জানাযায়, শনিবার রাতে নিহত নাছির নিজ বাড়ীতে যাওয়ার পথে মালামত জামে মসজিদের সামনে তাকে গুলি করা হয়। স্থানীয়রা তাকে দ্রুত ইছাপুরা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মুশফিকুর রহমান রাজিব জানান, হাসপাতলে আনার আগেই সে মারা  গেছে তবে তার গলায় গুলির চিহ্ন রয়েছে ।

নিহতের স্বজনদের দাবী, জমি সংক্রন্ত বিরোধের জেড়ে নাসিরকে গুলি কওে হত্যা করা হয়েছে ।  নিহতের ভাই সেলিম শেখ জানান, জমি নিয়ে বিরোধের জেরে পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের গ্রামের নুরু শেখের দুই ছেলে বাবু(২৭) ও নয়ন(২২)  মিলে আমার ভাইকে গুলি করে হত্যা করেছে ।

সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল হোসেন জানান, জমিসংক্রন্তা বিরোধের জেড়ে এই হত্যা কান্ড ঘটতে পারে বলে ধারনা করছি । লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জে মর্গে পাঠানো হয়েছে । বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।

               

সর্বশেষ নিউজ