২৮, সেপ্টেম্বর, ২০২৪, শনিবার
     

মালখানগর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ বিলুপ্তির দাবীতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নে অবস্থিত মালখানগর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের কমিটি বিলুপ্তির দাবীতে বিক্ষোভ করেছে কলেজটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। মালখানগর ডিগ্রী কলেজের শিক্ষার্থী আব্দুল খালেদের নেতৃত্বে বুধবার বেলা ১১ টার দিকে কলেজ আঙিনায় বিক্ষোভ মিছিলে কলেজটির বর্তমান ও প্রাক্তন ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় কলেজের সাবেক পরিচালনা পর্ষদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ এনে শ্লোগান দেন তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এক পর্যায়ে দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদের সভাপতিত্বে এক জরুরি সভার মধ্য দিয়ে মালখানগর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। সভায় সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ তার পছন্দের ব্যক্তিদের দারা পকেট কমিটি গঠন করে কমিটি পরিচালনার অভিযোগসহ কমিটির সদস্যদের নানা অনিয়ম দূর্ণীতির অভিযোগ তুলে ধরেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন মালখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, মালখানগর ডিগ্রী কলেজের সাবেক সদস্য দেলোয়ার হোসেন মোল্লা, রাজা মিয়া প্রমূখ। এসময় পূর্বের কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহআলম খান,রফিকুল ইসলাম, সুবীর চক্রবর্তী, রতন কুন্ডু, দেলোয়ার মোল্লা, হারুন মোল্লা, রাজা মিয়াসহ আরো বেশ কয়েকজন। কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন,আইয়ুব মোল্লা, শামীম মাদবর,সজল মিয়া, বিপ্লব মাদবর, মোঃ রোমান মিয়া,আব্দুল লতিফ, আব্দুল খালেদ, সাইফুল্লাহ, নাজির আলম, দীপ্তি হাসান ফেরদৌস, আব্দুর রহমান,বিজয় মাদবর, সিয়াম মোল্লাসহ আরো অনেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, আপনাদের যে অভিযোগ গুলো আছে সেগুলো লিখিত ভাবে আমার কাছে জানান। আমি তদন্ত করে দোষী সাব্যস্ত হলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

               

সর্বশেষ নিউজ