৭, অক্টোবর, ২০২৪, সোমবার
     

শ্রীনগরে বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কুকুটিয়া কমলাকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মমিন আলী।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জাকারিয়া মোল্লার সভাপতিত্বে ও কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী এনায়েত হোসেন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন। এ সময় অতিথিরদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সিরাজদিখার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক ও শ্রীনগর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, বিএনপি নেতা আলমগীর আলম, মো. ইদ্রীস, আবু তাহের কাজল, লুৎফর রহমান অরুন, শাহআলম, ছাত্রনেতা আবুল হোসেন, লিমন মোড়ল, তানভীর সোবাহান, তরিকুল, সিফাত মোড়ল, শ্রমিক নেতা উজ্জ্বল, ফয়সাল, রাকিব মোল্লাসহ অনেকে।

               

সর্বশেষ নিউজ