৭, অক্টোবর, ২০২৪, সোমবার
     

সাংবাদিক গোপাল দাস হৃদয় এর ২৬ তম জন্মদিন পালিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রেসক্লাবের নানান আয়োজনে দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি গোপাল দাস হৃদয় এর ২৬তম শুভ জন্মদিন পালিত হয়েছে।

বুধবার ২৫ সেপ্টেম্বর দুপুরে সিরাজদিখান প্রেসক্লাবের হলরুমে সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ এর সার্বিক সহযোগিতায় এ শুভজন্মদিন পালিত হয়।

গোপাল দাস হৃদয় ১৯৯৮ সালের ২৫ সেপ্টেম্বর উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন।রবীন্দ্র চন্দ্র দাস এর একমাত্র পুত্র সন্তান।

এ-সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির,ইমতিয়াজ উদ্দিন বাবুল,যুগ্ম-সাধারণ হাজী নাজমুল মোল্লা,সিনিয়র সাংবাদিক বাংলা টিভির প্রতিনিধি মোঃ মোস্তফা,কার্যকরী সদস্য আরিফ হোসেন হারিছ,রোমান হাওলাদার,আনিছুর রহমান নিলয়, নাদিম হায়দার,আজিম হাওলাদার,আব্দুল আওয়াল আশিক সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।

               

সর্বশেষ নিউজ