সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
নকশা অনুমোদন এবং ভবনের গুনগতমান নিশ্চিত করণের লক্ষ্যে নরসিংদী পৌরসভার জন্য গঠিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) কর্তৃক গঠিত ইমারত স্থাপনার নকশা অনুমোদন এবং ভবনের গুনগতমান নিশ্চিত করণ বিষয়ক কমিটিতে প্রকৌশলী মোঃ শাহীন হোসেনকে এম/৩০৯২০ মূলে প্রতিনিধি সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর নরসিংদী পৌরসভার প্রশাসক মৌসুমী সরকার রাখী বরাবর প্রকৌশলী মোঃ শাহীন হোসেনকে পৌরসভার নকশা অনুমোদন কমিটির সদস্য হিসেবে মনোনয়ন প্রসঙ্গে পত্র পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর সাধারণ সম্পাদক প্রকৌশলী এস.এম. মনজুরুল হক মঞ্জু। জ্ঞাতস্বার্থে পত্রের অনুলিপি সংশ্লিষ্ট দফতর সমূহে পাঠানো হয়। প্রকৌশলী মোঃ শাহীন হোসেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বাসিন্দা। তিনি মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের এ পর্যন্ত শতাধিক ইমারতের নকশা প্রণেতা হিসেবে স্থানীয় পর্যায়ে সুখ্যাতি অর্জন করেছেন। মানসম্মত কাজের জন্য তিনি স্থানীয় ভাবে বেশ সুপরিচিত। প্রকৌশলী মোঃ শাহীন হোসেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ঢাকার রমনা’র আজীবন সদস্য হিসেবে স্বীকৃত। এর আগে তিনি ঢাকা জেলার অন্তর্গত দোহার পৌরসভার নকশা অনুমোদন কমিটির সদস্য হিসেবে মনোনীত হন।