২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

মাগুরা জেলার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো.অহিদুল ইসলাম। রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসেকর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি শামীম আহমেদ খান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক এম এ হাকিম, খাঁন শরাফত হোসেন,আবু বাসার আখন্দ,রূপক আইচ, কাজী আশিক প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণভ্যুথানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।
এ সময় তিনি আগামীর পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার জন্য সংবাদিকদের প্রতি আহবান জানান। মত বিনিময় সভায় অংশ নেন মাগুরা জেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মাগুরা জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

               

সর্বশেষ নিউজ