২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

শ্রীনগরে নিজ গ্রামে সাবেক রাষ্ট্রপতি ডাঃ বি. চৌধুরীকে দাফন

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে নিজ গ্রামের মাটিতে সাবেক রাষ্ট্রপতি ডাঃ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে দাফন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় ও বাদ জোহর নিজ গ্রামের কেসি ইনস্টিটিউশন মাঠে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ফখরুদ্দীন আল রাজী, সিরাজদিখান উপজেলার বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সভাপতি আলহাজ মমীন আলী, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন মুন্সী, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাদ জোহর নিজ গ্রাম মজিদপুর দয়হাটায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মুহম্মদ জাহাঙ্গীর খান, চৌধুরী পরিবারের আত্মীয়-স্বজনসহ প্রায় পাচ শতাধিক লোক। দুটি জানাজায় পূর্বেই বিকল্প ধারার যুগ্ন-মহাসচিব মাহী বি চৌধুরী তাহার বাবার জন্য দোয়া কামনা করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব,একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য ও প্রখ্যাত চিকিৎসক ডাঃ বি চৌধুরীরর মৃত্যুতে তার গ্রামসহ অত্র এলাকায় মানুষের মধ্যে শোক বিরাজ করছে। শ্রীনগরের পথে ঘাটে মানুষ তাকে নিয়ে স্মৃতি চারণ করছেন। পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত থাকার কারনে দল মত নির্বিশেষে তার এলাকার মানুষের মাঝে তিনি বহুদিন স্মরনীয় হয়ে থাকবেন বলে অনেকেই আক্ষেপ করছেন।

               

সর্বশেষ নিউজ