আফ্রিকাসহ বিশ্বের কমপক্ষে ৩০টি দেশে মাঙ্কিপক্স ছড়িয়েছে। এসব দেশে এখন পর্যন্ত ৫৫০ জনের বেশি রোগী শনাক্ত হয়েছে। যার বেশিরভাগ ইউরোপে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে স্প্যানিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার ৩০ জনের সংক্রমণ নিশ্চিত করেছে। এতে দেশটিতে মোট ১৮৬ জন শনাক্ত হয়েছে। যা বর্তমান প্রাদুর্ভাবে সর্বোচ্চ শনাক্ত হয়েছে।
এ রোগটিতে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ স্পেন, ইংল্যান্ড ও পর্তুগাল। পর্তুগালে শুক্রবার পাঁচটি নতুন রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে মোট ১৪৩ জনের সংক্রমণ নিশ্চিত করেছে। উল্লেখ্য, ১৯৭০ সালে এই ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। দীর্ঘকাল পরে এই রোগ এখন আফ্রিকার বাইরেও শনাক্ত হচ্ছে। আফ্রিকা ভ্রমণ না করেও অনেকের এই রোগ শনাক্ত হচ্ছে। তাই ভাইরাসটিকে কেন্দ্র করে গবেষকদের চিন্তার মাত্রাও বেড়েছে।