২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

রাজধানীতে দেবরের হাতে বিধবা ভাবি খুন, নির্বাক সন্তানেরা

রাজধানীর শ্যামপুরে আইজি গেট এলাকায় পারিবারিক কলহের জেরে নাজমা বেগম (৩২) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি। নিহত ও অভিযুক্ত দুজন সম্পর্কে দেবর-ভাবি।

শনিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার ওসি মফিজুল আলম বলেন, জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে নাজমা বেগমকে দেবর আবুল কালাম আজাদ সেন্টু কুপিয়ে গুরুতর আহত করে। ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় তার দেবর আবুল কালাম আজাদ সেন্টুকে আটক করা হয়েছে।

মাত্র ছয় মাস আগে তিন সন্তান ও স্ত্রীকে রেখে মারা যান ওই মহিলার স্বামী। এবার মায়ের মৃত্যুর পর শিশু সন্তানদের আর কেউ রইলো না। ছয় মাসের ব্যবধানে বাবা-মাকে হারিয়ে নির্বাক শিশু সন্তানরা।

               

সর্বশেষ নিউজ