২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

কী ঘটতে যাচ্ছে বন্দি ইউক্রেনীয় সেনাদের ভাগ্যে?

মারিউপোলে আত্মসমর্পণ করা বন্দি সহস্রাধিক ইউক্রেনীয় সেনাকে তদন্তের জন্য রাশিয়ায় পাঠানো হয়েছে। ফলে তাদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, তা এখনই বলা যাচ্ছে না। বন্দি সেনাদের নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

বুধবার রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন বলছে, তারা সব বন্দিকে ফেরত আনার জন্য কাজ করছে। অন্যদিকে রাশিয়ান আইনপ্রণেতারা বলছেন, তাদের বিচার করা উচিত।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, পরে পর্যায়ক্রমে আরও বন্দি ইউক্রেনীয় সেনাকে রাশিয়ায় পাঠানো হবে।

এদিকে যুদ্ধে নিহত ২১০ ইউক্রেনের সেনাদের লাশ কিয়েভে ফেরত পাঠিয়েছে রাশিয়া। এসব সেনার বেশিরভাগই মারিউপোলে নিহত হয়েছিলেন।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আড়াই হাজারের বেশি যোদ্ধাকে মারিউপোলের আজভস্তাল থেকে বন্দি করেছে রাশিয়া। ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে সীমান্তরক্ষী, পুলিশ, আঞ্চলিক বাহিনীও রয়েছে।’

               

সর্বশেষ নিউজ