২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

জন্মদিনে মেয়েকে ২ কেজি স্বর্ণের ব্রেসলেট উপহার দিলেন ডিপজল

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা ডিপজল তার একমাত্র কন্যা ওলিজা মনোয়ারের জন্মদিনে ২ কেজি ওজনের স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছেন। বিশেষ এই দিনটিতে ডিপজল কন্যা পেয়েছেন আরও কিছু উপহার। যার মধ্যে স্বামীর কাছ থেকে পেয়েছেন ডায়মন্ডের রিং। নানা আয়োজনেই পালিত হয়েছে ওলিজার জন্মদিন।

ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করেছেন। সেখানে একটি কলেজে শিক্ষকতা করেন তিনি। মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে বিশ্বখ্যাত নির্মাতাদের সিনেমায়। টিভি মেকআপ, ফিল্ম মেকআপ, থিয়েটার মেকআপে পারদর্শী ওলিজা। ২০১৮ সালের মাঝামাঝি ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওলিজা। অর্পণ-ওলিজার ঘরে দুই সন্তান রয়েছে।

               

সর্বশেষ নিউজ