২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

এক সপ্তাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা আসতে পারে। তবে, কী পরিমান শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হবে, তা এখনই বলা যাচ্ছে না। শুক্রবার (১০ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

বাজেট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এবারের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা গবেষণার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। এবারের বাজেট জনকল্যাণমূখী ও দরিদ্রবান্ধব বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআরের চেয়ারম্যান, অর্থ সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব।

               

সর্বশেষ নিউজ