২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

ইউক্রেনের মানুষের ভাগ্য নিয়ে খেলছেন পশ্চিমারা: পুতিন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, তার বাহিনী এখন পর্যন্ত তিন হাজার জঙ্গি গ্রেপ্তার করেছে।শুক্রবার (১ জুলাই) গুলশানের হলি আর্টিজান হামলার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, ছয় বছর আগে হলি আর্টিজানের মর্মান্তিক ঘটনায় তিন বাংলাদেশিসহ ২০ জন নিহত হন। এ ঘটনায় দায়িত্ব পালনের সময় দুইজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহতদের রুহের মাগফেরাত কামনা করে তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে দৃঢ়ভাবে দায়িত্ব পালন করছে র‍্যাব। সিলেটে জঙ্গিবাদবিরোধী অভিযানে নিহত হয়েছেন র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান কর্নেল আজাদ। তার রুহের মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান র‍্যাবের ডিজি।

র‍্যাব হলি আর্টিজানে হামলার ১২ ঘণ্টার মধ্যে ওই এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, হলি আর্টিজানে হামলার পর আমরা ১ হাজার ৫০০ জঙ্গি এবং আজ পর্যন্ত ৩ হাজার জঙ্গি গ্রেপ্তার করেছি।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাফল্য ঈর্ষনীয়। আমরা জঙ্গিবাদ দমনের ধারাবাহিকতা ধরে রেখেছি। এজন্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তবুও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না, সব সময় সতর্ক থাকছি।

প্রসঙ্গত, গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় নৃশংস জঙ্গি হামলার ছয় বছর পূর্তি আজ (১ জুলাই)। এদিন দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও নৃশংস জঙ্গি হামলায় ইতালির ৯ জন, জাপানের সাত জন, ভারতীয় একজন ও বাংলাদেশি তিনজন নাগরিকসহ ২২ জনকে হত্যা করেছিল জঙ্গিরা। এরমধ্যে জঙ্গিদের নিক্ষেপ করা গুলি ও বোমায় দুইজন পুলিশ কর্মকর্তা নিহত এবং পুলিশের অনেকে আহত হন। এছাড়া ঘটনাস্থলে জিম্মি অবস্থায় থাকা দেশি-বিদেশি নাগরিক ও বেকারির স্টাফসহ প্রায় ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

               

সর্বশেষ নিউজ