২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

করোনার নতুন সংক্রমণ, চীনের কোটি কোটি মানুষ লকডাউনে

করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে চলছে চীনের বিভিন্ন অঞ্চলে। এ কারণে দেশটির কোটি কোটি মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে। বুধবার এমন তথ্য জানা গেছে।

দেশটির বৃহৎ পর্যটন নগরী জিয়ানে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

চীনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বুধবার নতুন করে তিন শ’ লোক সংক্রমিত হয়েছে। জিয়ান ও সাংহাই শহরে গুচ্ছ সংক্রমণ দেখা দিয়েছে।

দেশটিতে বছরের প্রথম দিকে যে ধরনের লকডাউন ছিল, আবারো সে ধরনের কঠোর অবস্থা ফিরে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে সাংহাইয়ের অর্ধেক এলাকা জুড়ে কর্মকর্তারা করোনা ভাইরাস সনাক্তে গণ-স্বাস্থ্যপরীক্ষা শুরু করেছেন। কারণ সপ্তাহান্তে শহরটিতে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে।

ঐতিহাসিক জিয়ান শহরে গত বছর মাসব্যাপী লকডাউন ছিল। শহরটিতে নতুন করে ২৯ জন সংক্রমিত হওয়ায় অস্থায়ী কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার মধ্যরাত থেকে পাব, ইন্টারনেট ক্যাফে ও কারাওকে বারসহ গণবিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে করোনার নতুন সংক্রমণ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘কোভিড জিরো’ নীতিকে আবারো চ্যালেঞ্জের মুখে ফেলল।

গত সপ্তাহ থেকে আনহুই প্রদেশে হাজার হাজার নাগরিকের সংক্রমণের খবর পাওয়া গেছে।

সূত্র : বাসস

               

সর্বশেষ নিউজ