শিক্ষাক্রমে পাঠ্যপুস্তক থেকে ধর্ম শিক্ষা বাদ দেয়া হয়েছে, এমন গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে রাজধানীর বিআইসিসিতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এমন গুজব ছড়ানো হচ্ছে। এতে কান না দিতে সবাইকে আহ্বান জানান তিনি।
সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুতের সাশ্রয় ব্যবহারের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হবে। বিদ্যুৎ নিয়ে আপাতত সঙ্কট চলছে। সেটি কাটাতে পুরা জাতিকে একযোগে ভূমিকা রাখতে হবে।
সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, চাকরিদাতাদের চাহিদামতো দক্ষ জনবল তৈরিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পিছিয়ে আছে। সেদিকে নজর দিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তৈরি করা গুজব ও সাম্প্রদায়িক উস্কানি বন্ধে সবাইকে সজাগ থাকতে হবে।