২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

বাংলাদেশের জেলা ও নদীসমূহের পুরাতন নাম

নিজেকে জানুন ডেস্কঃ
১। চট্টগ্রাম- ইসলামাবাদ।
২। খুলনা- জাহানাবাদ।
৩। সিলেট- জালালাবাদ।
৪। যশোর- খিলাফাতাবাদ।
৫। বাগেরহাট- খলিফাবাদ।
৬। ময়মনসিংহ- নাসিরাবাদ।
৭। ফরিদপুর- ফাতেহাবাদ।
৮। বরিশাল- ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ।
৯। কুমিল্লা- ত্রিপুরা।
১০। কুষ্টিয়া- নদীয়া।
১১। ফেনী- শমসের নগর।
১২। জামালপুর- সিংহজানী।
১৩। দিনাজপুর-গন্ডোয়ানাল্যান্ড।
১৪। ভোলা- শাহবাজপুর।
১৫। মুন্সিগঞ্জ- বিক্রমপুর।
১৬। গাইবান্ধা- ভবানীগঞ্জ।
১৭। রাজবাড়ী- গোয়ালান্দ।
১৮। কক্সবাজার- ফালকিং।
১৯। মহাস্থানগড়- পুন্ড্রবর্ধৃন।
২০। ময়নামতি- রোহিতগিরি।
২১। সোনারগাঁও- সুবর্ণৃগ্রাম।
২২। ময়নামতি- রোহিতগিরি।
২৩। লালবাগ- তেহাবাগ।
২৪। নোয়াখালি- সুধারামপুর।
২৪। ময়মনসিংহ- নাসিরাবাদ।
২৫। মেহেরপুর- মুজিবনগর/ বৈদ্যনাথতলা।
২৬। আসাদ গেট- আইয়ুব গেট।
২৭। সাতক্ষীরা- সাতঘরিয়া।
২৮। শেরে বাংলা নগর- আইয়ুব নগর।
২৯। রাঙামাটি- হরিকেল।
৩০। সেন্টমার্টিন- নারিকেল জিঞ্জিরা।
৩১। নিঝুম দ্বীপ- বাউলার চর।
এছাড়া নদীর নামও পুরাতন ছিল। যেমন-
১। পদ্মা- কীর্তিনাশা।
২। যমুনা- জোনাই নদী।
৩। ব্রহ্মপুত্র- লৌহিত্য।
৪। বুড়িগঙ্গা- দোলাই নদী/খাল

               

সর্বশেষ নিউজ