২৪, ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার
     

অক্টোবরের পর দেশে বিদ্যুতের সমস্যা থাকবে না

আগামী অক্টোবরের পর দেশে বিদ্যুতের সমস্যা থাকবে না বলে জানিয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় তিনি জানান, দেশে ছয় মাসের বেশি জ্বালানি সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণে বেশি বেশি জ্বালানি তেল আনারও সুযোগ নেই।

তিনি জানান, আবহাওয়া যদি ঠাণ্ডা থাকে তাহলে চলতি বছরের অক্টোবরের পর দেশে বিদ্যুতের ঘাটতি আর থাকবে না। আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা বৃক্ষমেলা-২০২২ উদ্বোধনকালে তিনি এসব কথা জানান। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বিভিন্ন প্রজাতির গাছের চারা নিয়ে অর্ধশত স্টল পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী বৃক্ষমেলায় আয়োজিত জেলার নার্সারি মালিকদের নিয়ে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। জেলা প্রশাসকের কার্ষালয় চত্বরে পাঁচ দিনব্যাপী চলবে এ বৃক্ষমেলা।

এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রশাসক মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জিএম মো. কবীরসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

               

সর্বশেষ নিউজ