১৮, অক্টোবর, ২০২৪, শুক্রবার
     

খানসামায় অপো রানী হত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

মো. আজিজার রহমান, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় অপো রানী রায়ের হত্যার বিচারের দাবি নিয়ে বাবা-মাসহ এলাকাবাসীর মানববন্ধন। উল্লেখ্য গত ২৯ জুলাই সন্ধ্যার দিকে বাবা মথুরা চন্দ্র রায়ের বাড়ি থেকে স্বামী মিশন চন্দ্র রায়ের বাড়ি যাওয়ার পথে দুই কন্যা সন্তানের জননী অপো রানী রায়ের লাশ ও তার শিশু সন্তান বিপাশাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ। অপো রানী রায়কে হত্যা ও ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন পরিবার ও এলাকাবাসী।

অপো রানী রায়কে বিচারের দাবি নিয়ে রাস্তায় মানববন্ধন করেছেন নিহতের বাবা-মা, পরিবার ও এলাকাবাসী। আজ মঙ্গবার সাড়ে ১১টার দিকে টংগুয়া কুমারপাড়া গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত মথুরা চন্দ্র রায়, মা মালতি রানী রায়, নিহতের চাচা ডিজেন চন্দ্র রায় ও প্রমোদ চন্দ্র রায়, এলাকাবাসীরপক্ষ থেকে বক্তব্য রাখেন, অনন্ত চন্দ্র রায়, নিপেন্দ্র নাথ রায়, উজ্জল রায়, কলেজ ছাত্রী যুতিকা রানী রায় ও প্রতিবেশি পারুল রানী রায়সহ আরও অনেকে।

নিহতের বাবা মথুরা চন্দ্র রায় বলেন,পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য থানায় মামলা না নেওয়া বিষয়ে নানান অজুহাত এবং হত্যাকান্ডকে বর্জপাত বলে সাজানো চেষ্টা চলছে।
এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দ্রুত বিচার দাবি করেন পরিবারের সদস্য ও এলাকাবাসী।

               

সর্বশেষ নিউজ