২৫, ডিসেম্বর, ২০২৪, বুধবার
     

উত্তরার ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ রোডে ক্রেন ছিঁড়ে গার্ডারের চাপায় একটি প্রাইভেটকারের চার যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং দুই জন আহত হয়েছে। এ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান; আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সোমবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে উত্তরার জসিম উদ্দীন এলাকার প্যারাডাইস টাওয়ারের সামনের সড়কে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডারের নিচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটিতে ২ শিশুসহ মোট ৬ জন যাত্রী ছিল। দুই শিশুসহ ঘটনাস্থলে চারজন মারা যায়। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

               

সর্বশেষ নিউজ