৩০, অক্টোবর, ২০২৪, বুধবার
     

রেমিট্যান্স বেড়েই চলেছে

বিশ্বে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের বাজারে ডলারের দাম বেড়েই চলেছে। সেইসঙ্গে বেড়েছে জ্বালানি তেলের দামও। এমন সময়ে দেশে রিজার্ভের থেকে ডলারও কমেছে। ফলে হঠাৎ করেই কমেছে টাকার মান, বেড়েছে নিত্যপণ্যর মূল্য। অর্থনীতির এমন সংকটকালীন মুহুর্তে উদ্বেগের মধ্যে প্রশান্তির সুবাতাস নিয়ে আসছে রেমিট্যান্স। গত কয়েক মাসের চিত্রে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়েই চলেছে। জুলাই মাসের পর আগস্টেও প্রবাসী আয় ঊর্ধ্বমুখী।

চলতি আগস্ট মাসের ১৬ দিনে ১১৭ কোটি ১০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের আগস্টের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৩০ শতাংশ বেশি। গত বছরের এ সময়ে প্রবাসীরা ডলার পাঠিয়েছিলেন ১০০ কোটি ৭০ লাখ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ২৬ লাখ ডলার। অর্থাৎ প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্স প্রবাহ বেড়েই চলেছে। জুলাই মাসের পর আগস্টেও প্রবাসী আয়ের গতি বেশ ঊর্ধ্বমুখী রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুলাই থেকে শুরু হওয়া নতুন অর্থবছরের প্রথম দেড় মাসে ৩২৮ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থাৎ আগের বছরের একই সময়ের হিসাবে বেশি এসেছে ১৩ দশমিক ৫০ শতাংশ। ২০২১-২২ অর্থবছরের প্রথম দেড় মাসে ২৮৭ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বলছেন, গত ১৬ দিনের মতোই মাসের বাকি দিনগুলোতে ইতিবাচক রেমিট্যান্সের ধারা অব্যাহত থাকবে। গত জুলাই মাসের মতো চলতি আগস্ট মাসেও ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে আসার সম্ভাবণা রয়েছে।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে প্রবাসী আয় কমে যায়। অর্থবছর জুড়ে ২ হাজার ১০৩ কোটি ডলার এসেছে। অর্থাৎ গড়ে প্রতিদিন ৫ কোটি ৭৬ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। তবে প্রবাসী আয়ে বড় উল্লম্ফন ঘটে ২০২০-২১ অর্থবছরে। সে বছর ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। ওই অর্থবছরে প্রতিদিন গড়ে ৬ কোটি ৭৯ ডলার প্রবাসী আয় হিসেবে দেশে এসেছিল।

               

সর্বশেষ নিউজ