৩০, অক্টোবর, ২০২৪, বুধবার
     

ড্রেজার দিয়ে পাথর উত্তোলন করতে দেওয়া হবেনা: পুলিশ সুপার

পুলিশ সুপার পদটি আমার জন্য আমানত। আইন শৃংখলা ঠিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। পঞ্চগড়ে পরিবেশ বিধ্বংসী ড্রেজার দিয়ে পাথর উত্তোলন বন্ধ রয়েছে, পুলিশ সুপার বদলি হয়েছে বলেই আবারও ড্রেজার দিয়ে পাথর উত্তোলনের শুরু হবে এমনটা ভাবার কোন কারন নেই। পঞ্চগড়ে ড্রেজার দিয়ে পাথর উত্তোলন করতে দেওয়া হবেনা। এছাড়াও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ। সোমবার (২৯ আগস্ট) পঞ্চগড় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।

সভায় নবাগত পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, আইন শৃংঙ্খলা স্বাভাবিক রাখতে ভালো কিছু করতে সাংবাদিকদের সহযোগিতার কোন বিকল্প নেই। আমি পুলিশ সুপার হিসেবে চাকরি করার জন্য এসেছি। আমি এখানে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এসেছি। আমার কাজ হচ্ছে আপনাদের সেবা করা। নতুন কর্মস্থল পঞ্চগড়কে সেকেন্ড হোম বলে মনে করি।
সভায় জানানো হয়, গণমাধ্যম কর্মীরাই জাতিকে এগিয়ে নিতে পারে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে সকল সমস্যার সমাধান করা সম্ভব। পঞ্চগড়ের সার্বিক আইন শৃঙ্খলার উন্নযন, মাদকসহ সামাজিক উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।

নবাগত এসপি এস এম সিরাজুল হুদা বলেন, মাদক ও জুয়ার কারণে সমাজে অনেক অসংগতি সৃষ্টি হয়। আমি পঞ্চগড়কে মাদক ও জুয়া নিয়ন্ত্রণে কাজ করতে চাই। সঠিক দায়িত্ব পালনে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেছেন।

মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া, সেকেন্ড অফিসার মো. কাইয়ুম আলী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় গণমাধ্যমকর্মীরা মাদক, জুয়া, ইভটিজিং, ব্ল্যাক মেইলিং, কিশোর গ্যাং, চা পাচার, পাথর উত্তোলন বন্ধসহ জেলায় সংগঠিত বিভিন্ন অপরাধ ও সমস্যা পুলিশ সুপারকে অবহিত করেন। আইন শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভা শেষে পঞ্চগড় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ নবাগত পুলিশ সুপার এস এম সিরাজুল হুদার হাতে ফুলেল শুভেচ্ছা জানান।

               

সর্বশেষ নিউজ