সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজদিখান প্রেসক্লাবের সাথে মত বিনিময় সভা করেছে ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর। সোমবার রাত ৮ টার দিকে উপজেলার তালতলা বাজার ফ্রেন্ডস এসোসিয়েশন সংগঠনের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান সোহেল। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হিন্দু -বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, কার্যকরী সদস্য নাসির উদ্দিন, আব্দুল্লাহ আল মাসুদ, দপ্তর ও প্রচার সম্পাদক আজাদ বিন আজম নাদভী, সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক আজিম হাওলাদার, সদস্য সুলতানা আক্তার, মিজানুুর রহমান, আমির ঢালী, আলী আহাম্মদ চৌধুরী।
এছাড়া ফ্রেন্ডস এসোসিয়েশন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহিবন মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আল আমিন, প্রচার সম্পাদক শান্তিি ধর, সদস্য বাংকার শান্তির গোপাল পোদ্দার, প্রবাসী কমিটির সহ- সভাপতি হানিফ স্বপন, প্রবাসী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ, দপ্তর সম্পাদক গৌতম কুন্ডু প্রমুখ।
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর এর ২০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২ ও ৩ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী মালখানগর ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে নানা আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান বর্নিল ও জ্যাকজমকপূুর্ন করতেে এ মত বিনিময় সভায় আলোচনা করা হয়।