মোহন মোড়ল, (মুন্সীগঞ্জ) শ্রীনগর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না ম্যাজিক চাই ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের দক্ষিণ রাঢ়িখালের বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে ২৫টি চায়না ম্যাজিক চাই ও ৫টি কারেন্ট জাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক। মৎস্য কর্মকর্তা জানান, জব্দকৃত নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।