২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

ওয়ারেন্ট ভুক্ত পলাতক নারী আসামি গ্রেপ্তার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড গাজীনগর মাষ্টার পাড়াস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী কুলছুম বেগম কে আটক করেছে থানা পুলিশ ।

রোববার (৪সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীর দিক নির্দেশনা অনুযায়ী থানার সহকারি উপ-পরির্দশক (এএসআই) মোঃ কামরুল আরেফিন নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গাজীনগর মাষ্টার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কুলছুম বেগম কে তার বসঘর থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কুলছুম বেগম, মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড গাজীনগর মাষ্টার পাড়া ত্রলাকার মোঃ নুরুল হক এর স্ত্রী।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে খাগড়াছড়ি আদালতে সি আর মামলা নং ১১২/২০২১, ধারাঃ ২১১/৫০০ পেনাল কোড সংক্রান্তে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জানান গ্রেপ্তারকৃত আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

               

সর্বশেষ নিউজ