২৩, নভেম্বর, ২০২৪, শনিবার
     

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রমেশচন্দ্র মজুমদারের ৯২ তম জন্মদিন

কাজী ওহিদ- গোপালগঞ্জ জেলা প্রতিনিধি- ৪ ডিসেম্বর শিক্ষাবিদ ও ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদারের ১৩৪ তম জন্মদিন। তৎকালীণ ফরিদপুর বর্তমান গোপালগঞ্জ জেলার খান্দারপাড়া ইউনিয়নের খান্দারপাড়া গ্রামে বাবা হলধর মজুমদার এবং মা বিন্দুমুখীর ঘরে ১৮৮৮ সালের ৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন তিনি। আর সি মজুমদার নামেই সমধিক পরিচিত রমেশচন্দ্র মজুমদার ১৯০৯ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসে স্নাতক এবং ১৯১১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯১৩ সালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তিনি ইতিহাস বিভাগের অধ্যাপক নিযুক্ত হন। ১৯২৪ সালে তার ‘Early History of Bengal’ নামক গ্রন্থ প্রকাশিত হয় এবং ১৯২৭ সালে ‘Ancient India’ নামক গ্রন্থটি প্রকাশিত হয়। ঢাকায় অবস্থানকালে তিনি তিন খন্ডে বাংলার পূর্ণাঙ্গ ইতিহাস রচনার পরিকল্পনা করেন। প্রথম খন্ড নিজে সম্পাদনা করেন এবং দ্বিতীয় ও তৃতীয় খন্ড সম্পাদনার দায়িত্ব স্যার যদুনাথ সরকারের উপর দেন। ১৯৪৩ সালে প্রকাশিত প্রাচীন বাংলার ওপর এটিই প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ। ১৯৩৬ থেকে ১৯৪২ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ১৯৫০ সালে তিনি ইন্ডোলজি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। নাগপুর বিশ্ববিদ্যালয়ে ইন্ডোলজি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষও ছিলেন তিনি। তিনি শিকাগো ও পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ইতিহাস পড়িয়েছেন। তিনি ডি.লিট (কলকাতা, যাদবপুর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়),দেশিকোত্তম, ভারতরত্ন উপাধি ও পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। উল্লেখ্য থাকে যে, ১৯৪৫ সালে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় “খান্দারপাড়া ইউনিয়ন ইন্দুহাটি হলধর উচ্চ বিদ্যালয়” পিতার নামে একটি স্কুল প্রতিষ্ঠা করে ছিলেন তিনি। প্রায় ১২বিঘা জমি স্কুলের নামে দান করেছিলেন। ১৯৮০ সালের ১১ ফ্রেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রমেশচন্দ্র মজুমদারের জন্ম ভিটা দখলমুক্ত করে সেখানে “রমেশচন্দ্র স্মৃতি জাদুঘর” নির্মান করে এই কৃর্তিমান মানুষটির স্মৃতি রক্ষা স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারের কাছে এলাকাবাসীর আজ প্রাণের দাবি করছি।

               

সর্বশেষ নিউজ