২৫, নভেম্বর, ২০২৪, সোমবার
     

সিরাজদিখানে স্বাস্থ্য সেবা প্রদানকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রদানকারীদের মধ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দুটি সেশনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ (বিএইচসিআই) এর আয়োজনে অর্ধ শতাধিক স্বাস্থ্য সেবাকর্মী ও কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও সাধারণ সম্পাদকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। যাতে করে কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য রেফারেল শক্তিশালী করা এবং জীবনযাত্রার পরামর্শ প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরার সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ বিভাগীয় প্রকল্প কর্মকর্তা ( ঢাকা বিভাগ) আসলাম পারভেজ। ঢাকা বিভাগীয় সার্ভিলেন্স মেডিকেল অফিসার ড. মাহফুজা লিনা। এছাড়া আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. তাইফুল ইসলাম প্রমুখ।

               

সর্বশেষ নিউজ