২৫, নভেম্বর, ২০২৪, সোমবার
     

সিরাজদিখানে বালুচর ফের সংঘর্ষ, আহত ২০-২৫ জন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জে সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে ২০-২৫ জন।গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংর্ঘষ চলাকালে কয়েকটি বাড়িঘরে ভাংচুর চালায় দুই গ্রুপের লোকজন।

বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দী বালুচর গ্রামের ভোর ৬ টা থেকে শুরু হয়ে বেলা ১১ টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে পুলিশ সহ উভয় গ্রুপের ২০-২৫ জন আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায় ইটভাটা দখল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও গত বুধবার রাত ৮ দিকে মোল্লাকান্দী গ্রামের ওমর ফারুকে ছেলে সাব্বির হোসেন ১৭ কে একই গ্রামের আলেকচান মুন্সীর ছেলে অপু কালাম মুন্সীর ছেলে অহিদুল সহ কয়েক জন মিলে মারধোর করার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব জানান,গুটি কয়েক মানুষ কারনে এখানে দ্বন্দ্ব হয় অধিকাংশ মানুষই শান্তি চায়।অধিকাংশ মানুষই আমাদের সাহায্য সহযোগিতা করতেছে।কয়েকজন আছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আধিপত্য বিস্তার করতে চায়,সমাজের শান্তি নষ্ট করতে চায়। আমরা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

               

সর্বশেষ নিউজ