২৫, নভেম্বর, ২০২৪, সোমবার
     

যে ১১টি আমল সাথে সাথেই কবুল হয়

ধর্ম-চিন্তা ডেস্কঃ
মহান আল্লাহ তায়ালার নির্দেশে ধর্মপ্রাণ মুসলমানরা ফরয আমল শেষ করে অতিরিক্ত আমল হিসেবে বিভিন্ন নফল আমল করে থাকে। আল্লাহ তায়ালার রাজি খুশির জন্য আপনি যখনই আমল করবেন আল্লাহ তায়ালা খুশি হয়ে আপনার শুদ্ধ আমলটি কবুল করে নিবেন ইনশাল্লাহ। তবে এরমধ্যেও এমন বিশেষ কিছু মুহুর্ত রয়েছে যে সময় আমল করলে মহান আল্লাহ তায়ালা সাথে সাথেই সেই আমল কবুল করেন। আল্লাহ রাব্বুল আল-আমীন মূলত ১১টি বিশেষ সময়ের আমল কবুল না করে ফেলে দিতে পারেন না। আপনি সেই ১১টি বিশেষ সময় সম্পর্কে জানেন কি?
১। রাতের শেষ তৃতীয়াংশে।
২। আযান ও একামতের মাঝে।
৩। লাইলাতুল কদরে।
৪। আরাফার দিবসে।
৫। ইফতারির পূর্ব মূহুর্তে।
৬। সফর অবস্থায়।
৭। জমজম কূপের পানি পানের সময়।
৮। সিজদাহ অবস্থায়।
৯। সালাতের শেষাংশে।
১০। নির্যাতনের শিকর বা বিপদের মূহুর্তে।
১১। যে কোন নেক কাজ করার পর (যেমন সালাত আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, দান

               

সর্বশেষ নিউজ