২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

সিরাজদীখানে ইয়াবা ও হেরোইনসহ দুই ব্যক্তি গ্রেফতার

সিরাজদীখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪ দশমিক ৬.৫ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গেলো সোমবার রাতে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবিরপাড়া গ্রামের খলিল মিয়ার বসত ঘরের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা হচ্ছে সিরাজদীখান বাজারের পাশে পশ্চিমপাড়ার মৃত লিটন দেওয়ানের ছেলে শাকিল দেওয়ান (৩৫), উত্তর আবিরপাড়া গ্রামের খলিল মিয়ার স্ত্রী ঝর্না আক্তার (৩৮)।

সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪ দশমিক ৬.৫ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।

               

সর্বশেষ নিউজ