২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

শ্রীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
শ্রীনগরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শ্রীনগর ডাকবাংলো সংলগ্ন জেলা পরিষদ মার্কেটে দলটির অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমেদ ভূঁইয়া, সাবেক উপদেষ্টা আজিজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেনসহ উপজেলার ১৪টি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।

               

সর্বশেষ নিউজ