২৫, নভেম্বর, ২০২৪, সোমবার
     

ঢাকার নবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: সরকারি দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে কলেজে শিক্ষক মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়৷ শুরুতেই কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়৷ এ উপলক্ষে এর আগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়৷

এসময় বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মিঃ সদানন্দ মধু, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আলম, যুগান্তরের সাংবাদিক আজহারুল হক, এশিয়ান টেলিভিশনের প্রতিবেদক ফিরোজ হোসাইন, কলেজ ছাত্রলীগ সভাপতি দিপ্ত দেওয়ান, সাধারন সম্পাদক মো. নাসির উদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ আরও অনেকেই।

বক্তারা বলেন, শিক্ষকরা জাতির গর্ভিত সন্তান৷ একজন শিক্ষক সমাজকে পরিবর্তন করতে বড় ভূমিকা রাখে৷ শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, তাই ছাত্রদের শিক্ষকদের প্রতি সবসময় সম্মান দিতে হবে৷

তারা আরও বলেন, দেশে শিক্ষার মান আগের চেয়ে অনেকটাই ভালো৷ এধারা অব্যাহত রাখতে শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।

এদিকে এছাড়াও নবাবগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে৷

               

সর্বশেষ নিউজ