২৬, ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার
     

সিরাজদিখান প্রেস ক্লাব সাংবাদিকদের সাথে সাংসদের মতবিনিময়

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ মহিউদ্দিন আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মে,শনিবার সকাল ১০টায় প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেনের সভাপতিত্বে সিরাজদিখানের সম সাময়িক বিষয়, উন্নয়ন এবং নানা বিষয় নিয়ে এ সভা হয় ।

এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. তাহমিনা আক্তার তুহিন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, ইমতিয়াজ উদ্দিন বাবুলসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

               

সর্বশেষ নিউজ