২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

সিরাজদিখানে পদ্মহেম ধামে শরতের বিকালে সাঁইজীর বাণীর আসর অনুষ্ঠিত 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

“গুরু সু-ভাব দাও আমার মনে” “সত্য বল সুপথে চল ওরে আমার মন” “বাড়ীর কাছে আর্শিনগ”

সাঁইজীর বাণীর আসর মুন্সীগঞ্জের সিরাজদিখানে পদ্মহেম ধামে শরতের বিকালে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৪ অক্টোবর বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া পদ্মহেম ধাম লালন সাঁই বটতলা প্রতিষ্ঠাতা ও সভাপতি কবির একতারা শাহ্ এর সভাপতিত্বে লালনগীতির আসর উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ।

লালন বিষয়ক বয়ান ও সাঁইজীর ভাব বাণী পরিবেশন করেন পাগলা বাবলু,সমির বাউল,আরিফ বাউল সহ দেশের খ্যাতনামা সাধু ফকির, বাউলগণ ও ভক্ত অনুসারীরা।

এ-সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)/(রাজস্ব)ফেরদৌস ওয়াহিদ,

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহম্মেদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ সাইফুল ইসলাম,সহকারী কমিশনার (নেজারত শাখা, ব্যবসা বাণিজ্য শাখা) ওমর শরিফ ফাহাদ।

               

সর্বশেষ নিউজ