২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার!

 

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া নাশকতা মামলায় মোঃ জাহিদ শেখ ও মেহের আলী নামে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার তাদের দুইজনকে গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ জাহিদ শেখ উপজেলার কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বড়বর্তা গ্রামের মৃত হাজী সিরাজ উদ্দিনের ছেলে এবং মেহের আলী রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও দক্ষিণ রাজানগর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

আওয়ামী লীগ সরকার পতনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট বিকালে সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া ১৬ নং মামলায় আওয়ামী লীগ নেতা মোঃ জাহিদ শেখ ও মেহের আলীকে গ্রেফতার দেখিয়ে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালত পাঠিয়েছে সিরাজদিখান থানা পুলিশ।

এ ব্যপারে সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, সিরাজদিখান থানা ভাঙচুর মামলায় তাদের গ্রেফতার করা হয় এবং তাদের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। যারা দোষী তাদের গ্রেপ্তারের চলে চলছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনকে কেন্দ্র করে সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গত ২৭ আগস্ট ৪০০-৪৫০ জন দুস্কৃতিকারীকে আসামী করে সিরাজদিখান থানার এসআই মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে একটি জিআর মামলা দায়ের করেন। যার নং-১ ৬।

               

সর্বশেষ নিউজ