২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

সিরাজদিখানে অপ্পো শো-রুমের শুভ উদ্বোধন!

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্মার্টফোন অপ্পোর শো-রুম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপরের সিরাজদিখান বাজারস্থ জেইড এইচ শিকদার শপিং কমপ্লেক্সে নিলয়ের দোকান নামে স্মার্টফোন অপ্পোর শো-রুমের শুভ উদ্বোধন করেন স্মার্টফোন কোম্পানিটির আরএফএসএম সাঈদ আফ্রিদি, এএসএম মোঃ ইয়াসিন মিয়া,টিএসএম আব্দুল্লাহ ইফাদ,সিরাজদিখান বাজারের প্রতিষ্ঠিত স্মার্টফোন ব্যবসায়ী মোঃ লাভলু হোসেন, অপ্পোর ডিলার সাগর হোসেন, নিলয়ের দোকান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নাহিদুল হোসেন নিলয় ও নাঈমুর হোসেন নিদুল। এর আগে শো-রুম উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাক শেষে তোবারক বিতরণ করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান বাজার বণিক সমিতির উপদেষ্টা খায়ের মাঝি,শাহ আলম, সহ-সভাপতি মোঃ আতাউর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন,সিরাজদিখান বাজার ব্যবসায়ী মোঃ মোমরেজ, মোঃ মুরাদ শিকদার, শাহাদাৎ শিকদারসহ
সিরাজদিখান বাজার ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

               

সর্বশেষ নিউজ