মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মালবাহী ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কার ঘটনায় সাজিদ হাসান নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার এক্সপ্রেসওয়ের বেজগাঁও এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজিদ হাসান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি গ্রামের সেলিম মিয়ার ছেলে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মী সূত্রে জানা গেছে, মধ্যরাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাটাভোগ ইউনিয়নের বেজগাঁও নামক স্থানে মাওয়াগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট- ২২৩০৫৫) পিছনে কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো উ-১১৫৪৩১) সজোরে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের হেলপার ঘটনাস্থলেই মারা যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা জানিয়ে বলেন, লাশ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. শফিউল জানান, বুধবার সকালের দিকে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।