৩০, অক্টোবর, ২০২৪, বুধবার
     

শ্রীনগরে মাদক কারবারীর ছুরিকাঘাতে রাজমিস্ত্রি গুরুতর আহত, গ্রেফতার ২

মোহম মোড়ল,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে এক মাদক কারবারীর ছুরিকাঘাতে রাজমিস্ত্রি গুরুতর আহত হয়েছে। মো. পলাশ নামে ওই রাজমিস্ত্রি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। গত মঙ্গলবার সকালে উপজেলার বীরতারা এলাকায় এ ঘটনা ঘটে। পলাশের বুক থেকে পিঠ পর্যন্ত প্রায় ১২ ইঞ্চি দৈর্ঘ ক্ষত হয়েছে।

এ ঘটনায় পুলিশ মাদক কারবারী ইব্রাহিম ও তার মাকে গ্রেফতার করেছে। স্থানীয়রা জানায়, বীরতারার এমদাদ চৌধুরীর ছেলে ও এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ইব্রাহিম (২৮) কয়েকদিন আগে অটোরিক্সা চুরির অভিযোগে ধরা পরে। এলাকায় শালিস মিমাংসায় চোর সিন্ডিকেটের সবাইকে রাত ৯ টার পর বাড়ির বাইরে বের না হওয়ার শর্ত দেয়। কিন্তু ইব্রাহিম গত সোমবার রাত ১১ টার দিকে একই এলাকার তৈয়ব আলীর বাড়ির উঠানে যায়।

এ সময় তার ছেলে পলাশ (৩০) এতো রাতে ইব্রাহিমের উপস্থিতির কারণ জানতে চায়। ইব্রাহিম কিছু না বলে পলাশদের বাড়ি থেকে চলে যায়। এর জের ধরে অভিযুক্ত ইব্রাহিম মঙ্গলবার সকালে পলাশকে একা পেয়ে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দ্রত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পুলিশ ঘটনা স্থল থেকে ইব্রাহিম ও তার মা খাদিজা বেগমকে (৪৫) গ্রেফতার করেন। বুধবার সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পলাশের স্বজনরা জানান, ছুরির অঘাতে পলাশের ফুসফুস আক্রান্ত হয়েছে। গত রাতে পলাশের অপারেশন করে বেডে দেওয়ার পর ফের রক্তক্ষরণ শুরু হলে তাকে পুনরায় অপারেশনের জন্য নেওয়া হয়েছে। পলাশের দেহে ৫ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ডাক্তার আরো রক্ত জোগার করতে বলেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইব্রাহিম এর আগেও মাদক মামলায় জেল খেটেছে। ইব্রাহিমসহ ৩ জনের নেতৃত্বে বীরতারা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বাণিজ্য জমজমাট। মাদক কারবারীদের ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন মুন্সী বলেন, আহত রাজমিস্ত্রির অবস্থা আশঙ্কাজনক। হামলাকরী ও তার মাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

               

সর্বশেষ নিউজ